ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জুন ২০, ২০২৪
তেল আবিবকে ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি

লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এই খবরেই চটেছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ।

এক টেলিভিশন ভাষণে নাসরুল্লাহ বলেন, ইসরায়েল যদি সর্বাত্মকভাবে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না।

একই সঙ্গে সাইপ্রাসকেও শাসিয়েছেন নাসরুল্লাহ। সাইপ্রাস যদি ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়, তাহলে তাদেরও পরিণত ভোগ করতে হবে।

নাসরুল্লাহ বলেন, শত্রুদের (ইসরায়েল) জানা উচিত, তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না।

হিজবুল্লাহ প্রধানের দাবি, ইসরায়েল আতঙ্কে আছে। কারণ, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এ কাজে দ্বিধা করবো না।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।