ইসরায়েলের আগ্রাসনে গাজায় মানবিক পরিস্থিতির অবনতি ঘটেছে। সেখানকার ফিলিস্তিনিরা অনাহারে দিন কাটাচ্ছেন।
অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেখানে উড়োজাহাজ থেকে ফেলা চাল বালুতে মিশে যাওয়ার পর শিশুরা এবং বয়স্করা সেই চাল কুড়িয়ে নিচ্ছেন প্রাণে বাঁচার আশায়।
এই হৃদয়বিদারক দৃশ্যের ভিডিও ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ও সাংবাদিকরা পোস্ট করেছেন, যেগুলোর সত্যতা নিশ্চিত করেছে আল জাজিরা।
সাংবাদিক মোতাসেম আদলি বলেন, প্লেন থেকে খাবার ফেলা হচ্ছে। বেঁচে থাকার জন্য সেই খাবার কে পাবে তা নিয়ে হাহাকার করছে নিরুপায় মানুষ।
সালমা কাদুমি লেখেন, গাজার অনাহারীদের খাওয়ানো হচ্ছে বালুতে মিশে যাওয়া চাল, যা বিমান থেকে অসম্মান দেখিয়ে ছুড়ে ফেলা হয় বাস্তুচ্যুতদের জন্য।
ইসরায়েলের অব্যাহত হামলায় প্রতিনিয়ত মৃত্যু বাড়ছে গাজায়। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন।
খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র জানায়, রাফার এক যুবক অনাহারে মারা গেছেন। এর আগে চিকিৎসকেরা জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ৮৯ জনই শিশু।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক পথই একমাত্র টেকসই সমাধান।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার ২৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৮৯ জন।
আরএইচ