ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফ্রিকার গিনিতে তেলের ডিপোতে বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ডিসেম্বর ১৮, ২০২৩
আফ্রিকার গিনিতে তেলের ডিপোতে বিস্ফোরণে নিহত ৮

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি তেলের ডিপোতে বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কোনাক্রিতে ওই দুর্ঘটনায় আরও ৮৪ জন আহত হয়েছেন।

আজ জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির একমাত্র তেল ডিপোটিতে বিস্ফোরণে পুরো রাজধানী কেঁপে উঠে। আশপাশের জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় শত শত মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে পড়ে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের পরপরই এই বিস্ফোরণ ঘটে। আগুনের গোলার সঙ্গে বিশাল ধোঁয়ার কুণ্ডলী কয়েক মেইল দূর থেকেও দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুতই ঘটনা স্থালে পৌঁছে যায়। এই সময় বেশ কিছু তেলবাহী ট্রাক সেনা প্রহরায় ওই ডিপো ত্যাগ করে।

বিস্ফোরণের পর সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। দেশটির এক সরকারি ঘোষণায় বলা হয়েছে এই বিস্ফোরণ জনস্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

গিনি জ্বালানি তেল উৎপাদনকারী কোনো দেশ নয়। দেশটি পরিশোধিত জ্বালানি কিনে থাকে। আমদানি করা জ্বালানি কালোয়ামের ডিপোতে সংরক্ষণ করা হয় এবং ওখান থেকেই সব অঞ্চলে সরবরাহ করা হয়। বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা।

 

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩

এমএম   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।