ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হেনরি কিসিঞ্জার মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, নভেম্বর ৩০, ২০২৩
হেনরি কিসিঞ্জার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০০ বছর।

তিনি নিক্সন ও ফোর্ড প্রশাসনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন।

হেনরি কিসিঞ্জার প্রতিষ্ঠিত রাজনৈতিক কনসালটিং প্রতিষ্ঠান- ‘কিসিঞ্জার অ্যাসোসিয়েটস’ এক বিবৃতিতে জানিয়েছে, জার্মান বংশোদ্ভূত এ সাবেক কূটনীতিক কানেক্টিকাটে তার বাড়িতে মারা গেছেন।

বিবৃতিতে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। খবর বিবিসির।

কয়েক দশকের ক্যারিয়ারে হেনরি কিসিঞ্জার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯২৩ সালে জার্মানিতে তার জন্ম হয়। এরপর নাৎসিবাদ শুরু হলে তার পরিবার জার্মানি থেকে পালিয়ে ১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রে চলে আসে। ১৯৪৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। এরপর তিনি দেশটির সামরিক বাহিনী ও পরে কাউন্টার ইন্টেলিজেন্সের হয়ে কাজ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নেন। বাঙালি জাতির ওপর চালানো অত্যাচার-নির্যাতনের জন্য তিনি পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রির নির্দেশও দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।