ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, নভেম্বর ২৯, ২০২৩
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

যুদ্ধবিরতি কার্যকর থাকলে হত্যা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে তারা দুটি ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।

খবর আল জাজিরার।

প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই শিশু প্রাণ হারিয়েছে।

তাদের একজনের বয়স ৯ বছর। তাকে মাথায় গুলি করেছে ইসরায়েলি বাহিনী। ১৫ বছরের এক শিশুর বুকে গুলি করা হয়।

এ ছাড়াও আদ-দামজ পাড়ায় হামলা চালায় সেনারা। সেখানকার বাসিন্দাদের বন্দুকের মুখে তারা বাড়ি ছাড়া করেছে। আশপাশের রাস্তাগুলোও ধ্বংস করে দিয়েছে ইসায়েলি সেনারা।

ফিলিস্তিনের নিরাপত্তা ও স্থানীয় সূত্রগুলো দেশটির বার্তা সংস্থা ওয়াফাকে জানিয়েছে, ইসরায়েলের সেনাবাহিনী ওই এলাকায় ড্রোন দিয়ে হামলা চালায়। একটি বাড়িতে হামলা করে সেটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।