ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ কর্মকর্তা কারাগারে ছুরিকাহত  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, নভেম্বর ২৫, ২০২৩
জর্জ ফ্লয়েডের হত্যাকারী পুলিশ কর্মকর্তা কারাগারে ছুরিকাহত  

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন শুক্রবার কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন জানিয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন।

কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কারাগারের আরেক বন্দী শোভিনকে ছুরিকাঘাত করেছে। তবে ওই বন্দির পরিচয় প্রকাশ করা হয়নি।  

সংস্থাটি জানিয়েছে, ছুরিকাঘাতটি বেশ গুরুতর, এটি প্রাণঘাতীও হতে পারে। তাই তাকে জরুরি চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্যুরো।

২০২০ সালে জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে আটকের পর তৎকালীন পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন সড়কের ওপর ফেলে তার ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেন। এভাবে ৯ মিনিটের বেশি সময় ধরে তিনি ফ্লয়েডের ঘাড় চেপে ধরে ছিলেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন শহরে পুলিশি নৃশংসতা ও বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরও তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।