ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চিকিৎসায় নোবেল পেলেন টেস্টটিউব বেবির জনক রবার্ট জি এডওয়ার্ডস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, অক্টোবর ৪, ২০১০
চিকিৎসায় নোবেল পেলেন টেস্টটিউব বেবির জনক রবার্ট জি এডওয়ার্ডস

স্টকহোম: টেস্টটিউব বেবির জনক রবার্ট জি এডওয়ার্ডস সোমবার চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার কমিটি এ ঘোষণা দিয়েছে।

খবর সিএনএন ও এএফপির।

কমিটি জানায়, তার কাজের সুবাদে প্রায় ৪০ লাখ শিশুর জন্ম সম্ভব হয়েছে।

১৯২৫ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্ম এডওয়ার্ডস-এর। ৮৫ বছর বয়সী এডওয়ার্ডস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর। তিনি ১৯৫০-এর দশকে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)-এর ওপর কাজ শুরু করেন। তিনি এমন কৌশল উদ্ভাবন করেন যার মাধ্যমে মানবদেহের বাইরে ডিম্বাণু নিষিক্ত করা সম্ভব হয়ে ওঠে, পরে ওই ডিম্বাণু জরায়ুতে স্থানান্তর করা যায়। এই কাজ তিনি করেন প্যাট্রিক স্টেপটো’র সঙ্গে যৌথভাবে। প্যাট্রিক মারা যান ১৯৮৮ সালে।

১৯৭৮-এর ২৫ জুলাইয়ে এই পদ্ধতিতে জন্ম নেওয়া ব্রিটেনের লুইস ব্রাউন-ই সর্বপ্রথম টেস্ট টিউব বেবি। এই অভূতপূর্ব আবিষ্কারের ফলে প্রজনন চিকিৎসার ক্ষেত্রে একটি বিপ্লব ঘটে যায়।

নোবেল কমিটি জানায়, আধুনিক চিকিৎসাবিদ্যার বিকাশে তার অবদান এক বড় মাইলফলক । তার অবদান বিশ্বের ১০ শতাংশেরও বেশি দম্পতির বন্ধ্যাত্ব দূর করেছে।

চলতি সপ্তাহেই বিভিন্ন শাখায় ২০১০ সালের নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। এরপর যথাক্রমে মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি ও সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে পুরস্কার পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।

জীববিদ্যার একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে অবদান রাখার কারণে গত বছর এই পুরস্কার পান তিনজন মার্কিন বিজ্ঞানী।

পুরস্কারের  অর্থমূল্য হচ্ছে ১৫ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।