ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ফুটবল

‘টেনেটুনে’ পাস করলো আর্সেনাল-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, সেপ্টেম্বর ২০, ২০১৭
‘টেনেটুনে’ পাস করলো আর্সেনাল-ম্যানসিটি ছবি: সংগৃহীত

চলমান লিগ কাপের আসরে তৃতীয় রাউন্ডে বেশ ভালোই পরীক্ষা দিতে হয়েছে ইংলিশ লিগের দুই জায়ান্ট আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটিকে। জিতলেও জয় খুব একটা সহজে আসেনি আর্সেনাল-ম্যানসিটির। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ঘাম ঝরিয়েই জিততে হয়েছে দল দুটিকে।

জয়ের ফলে লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে সানচেজ-জিরুদদের আর্সেনাল। নিজেদের মাঠে তৃতীয় সারির ক্লাব ডনক্যাস্টার রোভার্সকে ১-০ গোলে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।

অ্যামিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৫তম মিনিটে গানারদের একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড থিও ওয়ালকট।

.এদিকে, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে আতিথ্য নেয় পেপ গার্দিওলার ম্যানসিটি। ইংলিশ লিগে দুর্দান্ত দলটি হারতে হারতেই জিতেছে। সিটিজেনদের জার্মান মিডফিল্ডার লেরয় সানের জোড়া গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারায় দলটি।

এছাড়া সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে এভারটন।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।