ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

দেশে ফিরে শৈশবের ক্লাবে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, সেপ্টেম্বর ১৭, ২০১৭
দেশে ফিরে শৈশবের ক্লাবে রোনালদো ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা শেষ হবে আজকের ম্যাচ দিয়ে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলতে না পারলেও সময়টা ফুটবলের মধ্যে থেকেই উপভোগ করেছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার। পর্তুগালে ফিরে সরাসরি শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনের খেলা দেখেছেন সিআর সেভেন।

রোনালদোর আগমনে তাকে স্বাগত জানিয়েছে লিসবন ক্লাব কর্তৃপক্ষ। পর্তুগিজ আইকনের সঙ্গে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজও ছিলেন।

ঘরের মাঠে সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। গ্যালারি থেকে দর্শকরা প্রিয় তারকার নাম ধরে আওয়াজ তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ক্লাব অফিসিয়ালদের সঙ্গে ফ্রেমবন্ধী হন ৩২ বছর বয়সী রোনালদো। ‘হোম ক্লাবে সবসময়ই স্বাগত’ ক্যাপশন লিখে সেই ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারা। ম্যাচটিতে তোন্দেলাকে ২-০ গোলে হারিয়ে নতুন মৌসুমে ভালো শুরুটা অব্যাহত রাখে স্পোর্টিং।

.মাত্র ১২ বছর বয়সে স্পোর্টিংকে নাম লেখান রোনালদো। যুব টিমে পাঁচ বছর (১৯৯৭-২০০২) কাটিয়ে পা রাখেন পেশাদার ক্যারিয়ারে। ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর আগে এখানেই নিজেকে গড়ে তোলেন। ছয় বছর পর যোগ দেন রিয়াল মাদ্রিদে।

প্রসঙ্গত, গত মাসে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ম্যাচে রেফারিকে মৃদু ধাক্কা দিয়ে পাঁচ ম্যাচে নিষিদ্ধ হন রোনালদো। ঘরোয়া নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সোসিয়েদাদ ম্যাচ দিয়ে। রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় তাদের মাঠে নামবে রোনালদোবিহীন রিয়াল।

চ্যাম্পিয়নস লিগে এটি কার্যকর নয়। অ্যাপোয়েলের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জোড়া গোল করে বুঝিয়ে দিয়েছেন লা লিগায় তাকে কতটা মিস করছে লস ব্লাঙ্কসরা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।