ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

মাঠে অপ্রীতিকর ঘটনায় শাস্তির সম্মুখীন অস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, জুন ২১, ২০১৭
মাঠে অপ্রীতিকর ঘটনায় শাস্তির সম্মুখীন অস্কার ছবি: সংগৃহীত

চাইনিজ সুপার লিগে প্রতিপক্ষের খেলোয়াড়দের লক্ষ্য করে বলে শট নিয়ে মাঠে তুমুল বিবাদ সৃষ্টির জেরে শাস্তির মুখে পড়ছেন অস্কার। ডিসিপ্লিনারি শুনানি ফেস করতে পারেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, অস্কার ও অন্য তিনজন খেলোয়াড় সরাসরি বিবাদে জড়িত ছিলেন। ডিসিপ্লিনারি কমিটি রেফারির রিপোর্ট পাওয়ার পর এ সপ্তাহেই শুনানি করতে পারে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন।

গত বছরের ডিসেম্বরে চেলসি ছেড়ে চাইনিজ ফুটবলে পাড়ি জমিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন অস্কার। এবার একেবারের নেতিবাচক কারণে আলোচনায় ২৫ বছর বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার।  অস্কারকে ঘিরে চাইনিজ ফুটবলে তোলপাড় (ভিডিও)

অস্কারের সাংহাই এসআইপিজি ও গুয়াংঝো আর এন্ড এফ দলের মধ্যকার ম্যাচে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অস্কারের পাসে তার স্বদেশী হাল্কের সমতা ফেরানো গোল অফসাইড দাবি করেন গুয়াংঝো খেলোয়াড়রা। তা আমলে নেননি রেফারি। কিন্তু উত্তেজনার রেশটা থেকে যায়।

প্রতিপক্ষের দুইজন খেলোয়াড়কে লক্ষ্য করে খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে বলে শট নেন অস্কার। মুহূর্তেই তাকে ঘিরে দু’দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন। দু’দলেরর দু’জন দেখেন লাল কার্ড।

ম্যাচে তখন ১-১ সমতা। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে মাঝমাঠে একজনকে কাটিয়ে আরেকজনকে অতিক্রম করতে গিয়ে পরাস্ত হন হাল্ক। প্রতিপক্ষ বলের দখল নেওয়ার আগেই বেশ ক্ষুব্ধভাবেই একজনের দিকে কিক নেন অস্কার। ফিরতি বলে পেছন থেকে আসা আরেকজনের গায়ে বলের আঘাত হানেন।

এরপরই গুয়াংঝোর একজন খেলোয়াড় দৌড়ে এসে অস্কারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তা বিবাদে রূপ নেয়। মাঠেই পড়ে ছিলেন সাবেক চেলসি মিডফিল্ডার। ধাক্কাধাক্কি আর হাতাহাতিতে লিপ্ত হন দু’দলের খেলোয়াড়রা। সাইডবেঞ্চের খেলোয়াড়রাও এসে যুক্ত হন। এক কথায় বিশৃঙ্ক্ষল পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ২১ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।