সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সকাল থেকেই ঢাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।
প্রথমার্ধে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে বিরতির পর খেলা বন্ধ রয়েছে। মাঠ পর্যবেক্ষণ করছেন ম্যাচ কমিশনার। ৪৫ মিনিট পর পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ চালানো যাবে কিনা।
শুরুর একাদশে ৯টি পরিবর্তন এনে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন তৃষ্ণা রানী সরকার। সপ্তম মিনিটে তার শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক। তবে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন শান্তি মার্ডি। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
নেপালের বিপক্ষে খেলা একাদশের মাত্র দুইজন ছিলেন আজকের মূল একাদশে। বন্যা খাতুন ও শান্তি মার্ডি। গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের পরিবর্তে প্রথমবারের মতো মাঠে নামেন মিলি আক্তার। অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে আজ আর্মব্যান্ড পড়েন সুরমা জান্নাত।
বেঞ্চে বসে খেলা দেখেছেন নবিরন খাতুন, জয়নব বিবি রিতা ও স্বপ্না রানী। লাল কার্ডের কারণে দলে নেই মোসাম্মৎ সাগরিকা। এছাড়াও বেঞ্চে ছিলেন মুনকি আক্তার, পূজা দাস ও সিনহা জাহান শিখা।
আরইউ