ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২৫
জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি লিওনেল মেসি/সংগৃহীত ছবি

লিওনেল মেসি দুর্দান্ত নৈপুণ্যে দুই গোল এবং একটি অ্যাসিস্ট উপহার দিয়ে ইন্টার মায়ামিকে ৩-২ ব্যবধানে জয়ের পথ দেখালেন ডিসি ইউনাইটেডের বিপক্ষে। এই জোড়া গোলের মাধ্যমে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২২-এ, যা তাকে এমএলএস গোল্ডেন বুট তালিকার শীর্ষে তুলেছে।

আজ (বাংলাদেশ সময় ভোরে) মায়ামির হয়ে প্রথম গোল করেন তাদেও আলেন্দে। পরের দুই গোল আসে মেসির পা থেকে।

এর ফলে জুলাইয়ের মাঝামাঝি টানা তিন ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো আবারও লিগে টানা দ্বিতীয় জয় পেল ডেভিড বেকহ্যামের ক্লাব। ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্স টেবিলের পঞ্চম স্থানে।

ডিসির হয়ে ক্রিশ্চিয়ান বেনটেকে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। বদলি হিসেবে নেমে ম্যাচের শেষদিকে জ্যাকব মুরেল ব্যবধান কমালেও মেসির নৈপুণ্যে জয় ধরে রাখে ইন্টার মায়ামি।

মেসির প্রথম গোল আসে ৬৬তম মিনিটে। জর্দি আলবার নিখুঁত পাসে বল পেয়ে ঘুরে দাঁড়িয়ে শান্ত ভঙ্গিতে জালে পাঠান আর্জেন্টাইন তারকা। এরপর ৮৫তম মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে ড্রিবল করে দুর্দান্ত এক শটে দ্বিতীয় গোল করেন মেসি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।