নেপালে টালমাটাল পরিস্থিতির কারণে কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার সকালে জামাল ভূঁইয়ারা পৌঁছেছেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে।
নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অবশেষে ফেরার সুযোগ পাচ্ছে দল। বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, ফুটবলার ও সাংবাদিক সবাইকে নিরাপদে দেশে ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সাড়ে ১১টার বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফেরার কথা।
দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। ফলে দুই দিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল-রাকিবদের।
৮ সেপ্টেম্বর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডুতে। বিক্ষোভ দমন করতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। বাতিল হয় অনুশীলন, স্থগিত হয় ম্যাচও। দলের অবস্থান করা হোটেলের পাশেই আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আতঙ্কের মধ্যেই টিম হোটেলে নিরাপত্তা জোরদার করা হয়। এসময় ফুটবলাররা নিজেদের মানসিকভাবে চাঙা রাখতে হোটেলের জিমে অনুশীলন চালিয়ে যান।
এআর