বলিভিয়ার এল আল্তো শহরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হেরে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৯০ মিটার উঁচু এই মাঠে খেলে ব্রাজিলকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, এত উচ্চতায় খেলা ছিল ‘খুব জটিল’ এবং এটিই তাদের মূল সমস্যা। এ ধরনের অভিজ্ঞতা তার জন্যও নতুন ছিল।
সাবেক রিয়াল মাদ্রিদ কোচ স্বীকার করেন, ব্রাজিলের অগ্রগতি হয়েছে বটে, তবে এই ম্যাচে তাকে দলের কিছু বিষয় পুনর্বিবেচনা করতে হয়েছে।
আনচেলত্তি আরও বলেন, ‘এটা একেবারেই ভিন্ন ধরনের ম্যাচ ছিল। খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এখানে খেলা সত্যিই কঠিন। প্রতিপক্ষও নিজেদের মাঠে প্রচণ্ড তীব্রতায় খেলে এবং সাফল্য পায়। ’
তিনি এটাও যোগ করেন যে, পরিবেশ এবং রেফারির কিছু সিদ্ধান্ত দলের ভুলকে আরও বাড়িয়ে দিয়েছিল।
অন্যদিকে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি স্যামুয়েল জাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ যা ঘটেছে তা দুঃখজনক। আমরা ফুটবল খেলতে এসেছিলাম, কিন্তু এখানে যা দেখেছি তা পুরোপুরি অখেলোয়াড়সুলভ। ৪ হাজার মিটার উচ্চতার পাশাপাশি আমাদেরকে রেফারি, পুলিশ এমনকি বল বয়ের বিরুদ্ধেও খেলতে হয়েছে। তারা মাঠে ইচ্ছেমতো বল আনা-নেওয়া করেছে। এটা ছিল একেবারে বিশৃঙ্খল। ’
এমএইচএম