ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ফুটবল

লিভারপুলের দিয়াজ এখন বায়ার্নের, ট্রান্সফার ফি ৭৫ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, জুলাই ২৮, ২০২৫
লিভারপুলের দিয়াজ এখন বায়ার্নের, ট্রান্সফার ফি ৭৫ মিলিয়ন ইউরো লুইস দিয়াজ/সংগৃহীত ছবি

লিভারপুলের সঙ্গে তিন বছরের সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টেনে লুইস দিয়াজ এবার পাড়ি জমাচ্ছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। ট্রান্সফার ফি ধরা হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো, যা তাকে বায়ার্ন ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় বানিয়েছে।

এর আগে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে মেডিকেল ছাড়পত্র পেয়ে জার্মানিতে পৌঁছেছেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ইতোমধ্যেই চার বছরের চুক্তিতে সই করেছেন বায়ার্নের নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে। চাইলে আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ থাকছে।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দিয়াজ নিজেই এই ট্রান্সফারের জন্য চাপ দিচ্ছিলেন চলতি ট্রান্সফার উইন্ডোতে।

২০২২ সালের ৩০ জানুয়ারি, ৫৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে লুইস দিয়াজ পোর্তো থেকে যোগ দিয়েছিলেন লিভারপুলে। সেখানে মাত্র তিন বছরে খেলেছেন ১৪৮টি ম্যাচ, করেছেন ৪১টি গোল এবং করিয়েছেন ২৩টি অ্যাসিস্ট।

এই সময়ের মধ্যে লিভারপুলকে এনে দিয়েছেন পাঁচটি শিরোপা—একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড এবং দুটি লিগ কাপ।

দিয়াজের আগমন বায়ার্ন মিউনিখের ইতিহাসে তৃতীয় ব্যয়বহুল ট্রান্সফার। তার আগে রয়েছেন শুধু হ্যারি কেইন (৯৫ মিলিয়ন ইউরো, টটেনহ্যাম) এবং লুকাস হার্নান্দেজ (৮০ মিলিয়ন ইউরো, আতলেতিকো মাদ্রিদ)।

অন্যদিকে, লিভারপুল কোচ আর্নে স্লটের অধীনে এটি ক্লাবের তৃতীয় সর্বোচ্চ দামে খেলোয়াড় বিক্রি—এর আগে কেবল ব্রাজিলের কুতিনহো (১৩৫ মিলিয়ন ইউরো) ও উরুগুয়ের লুইস সুয়ারেজ (৮১ মিলিয়ন ইউরো) বার্সেলোনায় এর চেয়ে বেশি ট্রান্সফার ফি'তে গিয়েছিলেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।