ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

শোকের ছায়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জুলাই ২২, ২০২৫
শোকের ছায়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফল্য

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা ছয় ম্যাচ জিতে শিরোপা ধরে রাখলেও, সোমবার রাতে বাংলাদেশের মুখে ছিল না উৎসবের হাসি। কারণ, ঠিক সেদিনই রাজধানীর উত্তরা এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান অন্তত ২৭ জন, আহত হয়েছেন আরও অনেকে।

এই শোকাবহ দিনের ঠিক আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাগরিকা একাই করেন চার গোল। দল রাউন্ড রবিন লিগ শেষ করে শতভাগ জয় নিয়ে।

কিন্তু মাঠে সেই চেনা উল্লাস ছিল না। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার বললেন ঠিক সেটাই, ‘আজকের ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এই সময়টা উদযাপনের নয়। ’

তিনি আরও বলেন, ‘কেউ হয়তো তার সন্তান হারিয়েছে, কেউ ভাই-বোন বা প্রিয়জন। এমন ক্ষতির কোনো বিকল্প নেই। আমাদের জয় কিছু মানুষের মুখে সাময়িক হাসি আনতে পারে, কিন্তু এই শোকের সামনে সেটি খুবই ছোট। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।