ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ফুটবল

উলভারহ্যাম্পটনের ‘হল অব ফেমে’ প্রয়াত জোতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জুলাই ১৮, ২০২৫
উলভারহ্যাম্পটনের ‘হল অব ফেমে’ প্রয়াত জোতা

মাত্র ২৮ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোতা। তার অকাল প্রয়াণে শোকাহত পুরো ফুটবল বিশ্ব।

প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানাতে সাবেক ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স তাকে যুক্ত করেছে ক্লাবের হল অব ফেমে।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত উলভসদের হয়ে মাঠ কাঁপিয়েছেন জটা। ২০১৮ সালে ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে লিভারপুলে পাড়ি জমালেও উলভস সমর্থকদের হৃদয়ে বিশেষ স্থান ছিল এই পর্তুগিজ ফরোয়ার্ডের।

২০০৮ সালে চালু হওয়া উলভারহ্যাম্পটনের হল অব ফেমে এখন পর্যন্ত জায়গা পেয়েছেন কিংবদন্তি বিলি রাইট, ডেরেক ডগান ও স্টিভ বুলের মতো নামী ফুটবলাররা। এবার সেই তালিকায় যুক্ত হলেন দিয়োগো জোতা।

এই মাসের শুরুতেই স্পেনের থামোরা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের সঙ্গী রুটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই ফুটবলার। অকালেই থেমে যায় স্বপ্নের পথচলা।

জোতার প্রতি শ্রদ্ধা জানাতে শুধু উলভারহ্যাম্পটনই নয়, এগিয়ে এসেছে বর্তমান ক্লাব লিভারপুলও। অ্যানফিল্ড স্টেডিয়ামের কাছে তার একটি ম্যুরাল নির্মাণ করেছে ক্লাবটি। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়েছে, লিভারপুল পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে আর কেউ পরবে না জোতার ২০ নম্বর জার্সি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।