ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে পিএসজিকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নতুন ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। মাঠের মতো স্টেজেও জমকালো ছিল উদযাপন।
সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, ট্রাম্প বিজয়ীদের মাঝে দাঁড়িয়ে আছেন, এবং হঠাৎ করেই একটি মেডেল নিজের পকেটে রেখে দিচ্ছেন। দেখে মনে হয় যেন তা কোনো খেলোয়াড়ের না বলেই নিয়ে নিচ্ছেন তিনি।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের হাতে যে মেডেলটি গিয়েছে, সেটি ছিল চেলসির উইঙ্গার ননি মাদুয়েকের জন্য নির্ধারিত। কারণ পুরো দলের ট্রফি উদযাপনে শুধুমাত্র মাদুয়েকেই দেখা যায়নি। জানা গেছে, তিনি আগে থেকেই ক্যাম্প ছেড়েছেন আর্সেনালে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে মজার হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে ‘অনিচ্ছাকৃত চুরি’ বলেও আখ্যা দিয়েছেন।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘উনি তো ট্রফিটাও রেখে দিয়েছেন, মেডেলটা নেবেন না?’ আরেকজন মজা করে বলেন, ‘ননি বুঝবেনই না যে মেডেলটা হোয়াইট হাউসে রয়ে গেছে!’
বিতর্ক আরও জমে ওঠে ট্রাম্পের আগের এক বক্তব্য ঘিরে, যেখানে তিনি বলেছিলেন, ‘আসল ট্রফিটা আমি ওভাল অফিসে রেখেছি, চেলসিকে দেওয়া হয়েছে রেপ্লিকা। ’
আরইউ
⚽️? DID DONALD TRUMP JUST POCKET A MEDAL ?⚽️ pic.twitter.com/GPVSlJ4axQ
— Brian Krijgsman (@BrianKrijgsman) July 14, 2025