মাঠে বারবার বাধা পেয়েছেন, পেনাল্টি থেকেও ব্যর্থ হয়েছেন — তবু শেষ মুহূর্তে এসে গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচ শেষে তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেই নিজের অনুভূতি জানিয়েছেন পর্তুগিজ উইঙ্গার, “এমন একটা রাত… যখন বল কিছুতেই জালে যেতে চাইছিল না… যতক্ষণ না শেষ পর্যন্ত গেল!”
আল-নাসর বনাম আল-খালিজ ম্যাচে শুরুটা খুব একটা সুখকর ছিল না রোনালদোর জন্য।
শেষ মুহূর্তে গোল
ম্যাচের স্টপেজ টাইমে আবারও পেনাল্টির সুযোগ পায় আল-নাসর। এবার আর ভুল করেননি রোনালদো। ঠান্ডা মাথায় গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল পাঠান জালে। ৪০ বছর বয়সেও নিজের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসে ভর করে দলের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।
আল-নাসরের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন টিকিয়ে রাখল জয়
স্টেফানো পিওলি’র দল এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিট প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের জন্য মরিয়া। কারণ, লিগ শিরোপা তারা হারিয়েছে আল-ইত্তিহাদের কাছে। ম্যাচের শুরুতে জন দুরান গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। রোনালদোর শেষ মুহূর্তের গোলে ম্যাচের ব্যবধান হয় ২-০।
শেষ ম্যাচেও বাঁচা-মরার লড়াই
সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল-নাসরের প্রতিপক্ষ আল-ফাতেহ। জয় ছাড়া কোনো বিকল্প নেই পিওলির দলের সামনে। তবে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, আল-কাদসিয়াহকেও পয়েন্ট হারাতে হবে আল-হিলালের বিপক্ষে।
এমএইচএম