ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

ডি ব্রুইনার শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাল সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, মে ২১, ২০২৫
ডি ব্রুইনার শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাল সিটি ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছেন কেভিন ডি ব্রুইনা। গ্যালারিতে ভিড় করা ভক্তরা এই তারকার জার্সি পরেই আসে খেলা দেখতে।

বিশেষ এই দিনে যদিও গোল করতে পারেননি তিনি। তবে জিতেছে দল।  

গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন ম্যানচেস্টার সিটি। ওমার মার্মুশের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করে বের্নার্দো সিলভা। এই জয়ে তিন ধাপ এগিয়েছে পেপ গার্দিওলার দল। তৃতীয় স্থানে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা আরও জোরাল হয়েছে তাদের।  

ম্যাচের চতুর্দশ মিনটেই এগিয়ে যায় সিটি। কোভাচিচের পাস ধরে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন মার্মুশ। নিজের শেষ ম্যাচ রাঙাতে ডি ব্রুইনা উপলক্ষ পান ২২তম মিনিটে। কিন্তু ফাঁকা পোস্টে পেয়েও গোল করতে পারেননি তিনি। শট গিয়ে লাগ ক্রসবারে। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। গিনদোয়ান থেকে আসা বল পায়ের টোকায় জালে পাঠান তিনি।  

৬৭তম মিনিটে বড় ধাক্কা খায় সিটি। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন এভানিলসন, পেছন থেকে তাকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মিডফিল্ডার কোভাচিচ। কিছুক্ষণ পর ১০ জনের দলে পরিণত হয় বোর্নমাউথও। গনসালেসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লুইস কুক।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে সিটির ব্যবধান আরও বাড়ান গনসালেস। নুনেসের পাস ধরে বাঁকানো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে কানাডার ফরোয়ার্ড ড্যানিয়েল জেসিসন সফরকারীদের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।