চ্যাম্পিয়ন্স লিগে উড়ছে পিএসজি। গতকাল রাতে আর্সেনালকে হারিয়ে তারা নিশ্চিত করেছে ফাইনাল।
অ্যাস্টন ভিলা, লিভারপুলের পর আর্সেনালকেও বিদায় করেছে পিএসজি। প্রথম লেগে ১-০ ব্যবধানে জেতা দলটি ফিরতি লেগে ২-১ গোলের জয় পায়। ৩-১ অগ্রগামিতায় তারা নিশ্চিত করে ফাইনাল। এর আগে ২০২০ সালে ফাইনালে উঠেছিল ক্লাবটি। সেবার অবশ্য স্বপ্নভঙ্গ হয়, কিন্তু এবার ঠিকই শিরোপা উঁচিয়ে ধরার প্রত্যয় ব্যক্ত করেন এনরিকে।
অথচ লিগ ওয়ানকে অনেকে ‘ফারমার্স’ লিগ বলে ট্রল করতে থাকেন। ফ্রান্সে এটি অপমানসূচক হিসেবেই দেখা হয়। এর কারণ পিএসজির একচ্ছত্র আধিপত্য। টানা শিরোপা জয়ের ফলে অনেকেই অন্য দৃষ্টিতে দেখে ফ্রান্সের এই শীর্ষ লিগকে। ১১টি লিগ শিরোপা জিতলেও তারা পায়নি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। তাইতে এই ট্রল সহ্য করতে হচ্ছে তাদের।
কিন্তু এনরিকে জবাব দিলেন অন্যভাবেই। ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে এনরিকে বলেন, ‘ফারমার্স লিগ, তাই না? আমরা ফারমার্স লিগ’। কিছুক্ষণ পর নিজেকে সামলে নেন কোচ। বলেন, ‘এটা দারুণ… এই সাফল্য আমরা উপভোগ করছি, সবাই আমাদের প্রশংসা করছে, আমাদের মানসিকতা, আমরা যেভাবে খেলি, সেসব নিয়ে কথা বলছে, এগুলো দারুণ ব্যাপার। ’
আরইউ