ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

শেখ জামালের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, ফেব্রুয়ারি ১০, ২০২৪
শেখ জামালের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে গোপালগঞ্জে শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে হারায় ফর্টিস এফসিকে। অন্যম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

 

প্রথম ম্যাচে কোচ জুলফিকার মাহমুদ মিন্টু হার দেখেছিলেন। আজ তা হয়নি। ফয়সাল আহমেদ ফাহিম একমাত্র জয়সূচক গোলটি করেন। আল আমিনের যোগান দেওয়ার বলে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফাহিম।

অন্যম্যাচে মুন্সীগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৬১ থেকে ৭০-এই ৯ মিনিটের মধ্যে সোহেল রানা ও রাজু উদ্দিনের গোলে ম্যাচে চালকের আসনে বসে যায় চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান কমান শেখ রাসেলের ফরোয়ার্ড সোলেমানে ল্যান্ড্রি।

লিগের সপ্তম রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পঞ্চম স্থানে শেখ জামাল।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।