ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

ফিচার

ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এই দিনে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, আগস্ট ১৭, ২০২৫
ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এই দিনে

আজ ১৭ আগস্ট ২০২৫, রোববার। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায়, দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তির জন্ম ও মৃত্যুদিনসহ বহু স্মরণীয় ঘটনার সাক্ষী।

চলুন, এক নজরে জেনে নিই আজকের দিনের উল্লেখযোগ্য দিকগুলো।

ঘটনাবলি

১৮১৫ – কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণীত হয়।

১৮৩৬ – ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধীকরণ শুরু হয়।

১৯০১ – বেঙ্গল থিয়েটার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় এটি অরোরা থিয়েটার নামে চালু হয়।

১৯১০ – রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয়।

১৯১৮ – বলশেভিক নেতা মইসি উরুৎস্কি নিহত হন।

১৯৪৫ – ইন্দোনেশিয়ার জনগণ হল্যান্ডের উপনিবেশবাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

১৯৪৫ – ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৭ – ভারত স্বাধীন হওয়ার পর সেখানে অবস্থানরত ব্রিটিশ সেনাদের প্রথম ব্যাটালিয়ন নিজ দেশে ফিরে যায়।

১৯৬০ – পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে।

১৯৮২ – জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক (সিডি) উন্মোচিত হয়।

১৯৮৭ – ব্রিটিশ কারাগারে আটক হিটলারের ঘনিষ্ঠ সহচর রুডলফ হেস আত্মহত্যা করে।

১৯৮৮ – পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হক ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফ বিমান দুর্ঘটনায় নিহত হন।

১৯৯৯ – তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়।

২০০৫ – বাংলাদেশের ৬৩টি জেলার প্রায় ৩০০ স্থানে একযোগে শত শত হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে।

জন্ম

১৭৬১ – উইলিয়াম কেরি, ব্রিটিশ খ্রিষ্টান ধর্মপ্রচারক ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।

১৮০১ – ফ্রেডরিকা ব্রেমার, সুইডিশ লেখক ও নারীবাদী সংস্কারক।

১৮৬৬ – মাহবুব আলি খান, ষষ্ঠ আসাফ জাহ, হায়দরাবাদের নিজাম।

১৮৭৮ – রেজি ডাফ, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৭৯ – স্যামুয়েল গোল্ডউইন, পোলীয়-মার্কিন চলচ্চিত্র প্রযোজক।

১৯২০ – সুনীলকুমার মুখোপাধ্যায়, নৌ-বিদ্রোহের অন্যতম বিপ্লবী শহীদ।

১৯৩২ – বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল, ত্রিনিদাদীয় সাহিত্যিক (নোবেল বিজয়ী)।

১৯৩২ – মুর্তজা বশীর, বাংলাদেশি চিত্রশিল্পী।

১৯৪০ – শবনম, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৪৩ – রবার্ট ডি নিরো, মার্কিন অভিনেতা ও পরিচালক।

১৯৭২ – হাবিবুল বাশার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

১৯৯১ – অস্টিন বাটলার, মার্কিন অভিনেতা।

১৯৯২ – পেইজ, ইংরেজ পেশাদার কুস্তিগির ও অভিনেত্রী।

১৯৯৩ – সিন্তা লরা, ইন্দোনেশিয়ান-জার্মান অভিনেত্রী ও গায়িকা।

১৯৯৩ – এদেরসন মোরায়েস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।

১৯৯৪ – টাইসা ফারমিগা, মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

১৭৮৬ – প্রুশিয়ার রাজা ফ্রেডেরিখ দ্য গ্রেট।

১৮৫০ – হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল ও পেরুর প্রথম রাষ্ট্রপতি।

১৯০৮ – রাদ্বয়ে ডোমানোভিচ, সার্বিয় লেখক, সাংবাদিক ও শিক্ষক।

১৯০৯ – মদন লাল ধিংড়া, ভারতের অগ্নিযুগের বিপ্লবী (ফাঁসি কার্যকর হয়)।

১৯৪৯ – পুলিনবিহারী দাস, ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা।

১৯৬৯ – অটো স্টের্ন, নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯৭৩ – কনর্যাড এইকিন, মার্কিন ঔপন্যাসিক ও কবি।

১৯৮৪ – আচার্য চিন্ময় লাহিড়ী, শাস্ত্রীয় সংগীতশিল্পী।

১৯৮৮ – মুহাম্মদ জিয়া-উল-হক, পাকিস্তানের সামরিক শাসক।

২০০৪ – নিমাইসাধন বসু, ইতিহাসবিদ ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য।

২০০৬ – শামসুর রাহমান, প্রখ্যাত বাংলাদেশি কবি।

২০০৬ – আনোয়ার পারভেজ, বাংলাদেশি সুরকার ও সংগীত পরিচালক।

২০২০ – পণ্ডিত যশরাজ, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

২০২০ – নিশিকান্ত কামাত, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।

 

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।