ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

ফিচার

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা অনুষদ

দেলোয়ার হোসেন বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলা অনুষদ

কয়েকদিন পরই বাংলা নতুন বছরে ১৪৩২ সালের ১লা বৈশাখের আগমন। এই নতুন বছরকে বরণ করে নিতে আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীদের।

বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ এবার চব্বিশের চেতনাকে ধারণ করে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে ১৪৩২ বাংলা বছর বরণ করে নেবে সারাদেশ। তাই এবারের আয়োজনে থাকছে মাছ, বাঘ ও শান্তির পায়রাসহ শোভাযাত্রার অনুষঙ্গ। আছে ফ্যাসিবাদবিরোধী প্রতিকৃতি।
ঈদের ছুটির আমেজ না কাটতেই ঢাবির চারুকলায় তৈরি হচ্ছে প্রাণের সঞ্চার। চারুকলার প্রতি কোণায় কোণায় শিক্ষার্থীদের ব্যস্ততা। কয়েক দশকের বেশি সময় যুক্ত এসব শিক্ষার্থীরা তাদের পরিশ্রমে সার্থক হচ্ছে শোভাযাত্রার।

চারুকলায় গিয়ে দেখা যায়, কেউ কাগজ কেটে ছেঁটে তৈরি করছেন বাংলার বাঘ। কেউবা শোলা দিয়ে বানাচ্ছেন সমৃদ্ধির প্রতীক লক্ষ্মীপেঁচা। কেউ ব্যস্ত রং ও তুলি দিয়ে মাটির সরায় নকশা অঙ্কনে। চারুকলার শিক্ষার্থীরা রং-তুলিতে তৈরি করছেন বর্ষবরণ শোভাযাত্রার মুখোশ। তাদের আঁকায় উঠে আসছে বাংলার রূপ-ঐতিহ্য। শুধু শোভাযাত্রার প্রস্তুতি নয়, গোটা চারুকলার দেওয়ালও সাজছে লোকজ আলপনায়। তাদের ব্যস্ততাই বলে দিচ্ছে, ঈদের আমেজের মধ্যেই শুরু হয়েছে বৈশাখ বরণের প্রস্তুতি।
ঢাবির চারুকলা অনুষদের এবারের বিশেষ আয়োজনে যুক্ত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতি। থাকবে মুগ্ধর পানির বোতলের পাশাপাশি চিরচেনা বাঘ, মাছ, পালকি আর শান্তির পায়রা। এখন পর্যন্ত শোভাযাত্রায় রাখা হয়েছে কমপক্ষে পাঁচটি প্রতিকৃতি, পেঁচা, পাখিসহ সাত থেকে আট প্রকারের কয়েকশ’ মুখোশ।  

আয়োজকরা বলেন, শোভাযাত্রাটি খুব বেশি সময় ধরে করা হবে না। গরমের কথা মাথায় রেখে খুব বড় পথ ভ্রমণ করবে না শোভাযাত্রাটি। এতে দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানগুলো নিয়ে শোভাযাত্রায় অংশ নেবেন।

আয়োজক ও চারুকলা শিক্ষার্থীদের প্রত্যাশা কয়েক বছর থেকে এবারের শোভাযাত্রাটি হবে জাঁকালো, আনন্দময়, সুশৃঙ্খল এবং নিরাপদ। তাই সবাইকে উৎফুল্লতার সহিত শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন চারুকলা অনুষদের সব শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।