ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২৭ জুলাই, ২০২৫, রোববার। ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৬৯৪- ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।
১৭৬১- পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৮৬৮- আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ হয়।
১৯২০- প্লেন চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়।
১৯২১- ইনসুলিন আবিষ্কৃত হয়।
২০০৭- ঢাকা-মায়ানমার সরাসরি যোগাযোগ চুক্তি স্বাক্ষর করে।
জন্ম
১৮৩৫ - জিওসুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী একজন ইতালীয় কবি এবং শিক্ষক।
১৯০৯- মো. মঞ্জুরুল ইসলাম, বিশ্ববিখ্যাত অনুজীব বিজ্ঞানী ও গবেষক।
১৯৩১- আব্দুল আলীম, বাংলা লোকসঙ্গীত শিল্পী। মৃত্যু ৫ সেপ্টেম্বর ১৯৭৪। বাংলা লোক সঙ্গীতের এই অমর শিল্পী লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। ১৯৭৭ সালে তিনি মরণোত্তর একুশে পদক পান।
মৃত্যু
২০১৫ - এপিজে আবদুল কালাম, ভারতের প্রয়াত প্রেসিডেন্ট।
১৮৪১ সালে রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফের মৃত্যু।
১৮৪৪ সালে আধুনিক ভৌতবিজ্ঞানের জনক জন ডাল্টনের মৃত্যু।
এসআই