ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

ইর্ষা পাপড়ীর কণ্ঠে নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, নভেম্বর ২২, ২০২২
ইর্ষা পাপড়ীর কণ্ঠে নতুন গান

সম্প্রতি কণ্ঠশিল্পী ইর্ষা পাপড়ীর নতুন গান প্রকাশ পেয়েছে। ফকির হযরত শাহ্-এর কথা সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক।

'মনে মনে ভাবি কতো' শিরোনামের গানটির অভিও-ভিডিও প্রকাশ করেছে সাউন্ডটেক।

নতুন গান প্রসঙ্গে পাপড়ী বলেন, গান আমার নেশা। আমার প্রেম। 'মনে মনে ভাবি কতো' গানটিতে আমার একটু বেশিই ভালো লাগা মিশে আছে। কারণ ফোক গানে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাছাড়া গানটির কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনাও আমিই করেছি। গান গাওয়ার সঙ্গে এমন পরিচয়ে এই প্রথম। আশা করছি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।

প্রকাশিত গানটির মিউজিক ভিডিওতে ইর্ষা পাপড়ীর সঙ্গে অভিনয় করেছেন মোস্তফা কামাল। সাউন্ডটেক ও ইর্ষা পাপড়ী ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাবে।

পেশায় পাপড়ী একজন মনোবিজ্ঞানী। লোকজ গানে দূর্বলতা থেকেই গানে নিয়মিত থাকার চেষ্টা করেন। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান করতে চান।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।