ভালো নেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও তার দুই সন্তান। তিন জনের মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ পরীমণির মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম।
সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমণি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩ দশমিক ৫ ডিগ্রি জ্বর সঙ্গে কাঁশি ও শ্বাসকষ্ট।
এর আগে, ছেলে পদ্মসহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
পরীমণি শিগগিরই ‘গোলাপ’ নামের একটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে। এতে তিনি অভিনয় করবেন নিরবের বিপরীতে। নিরব ও পরীমণি জুটির প্রথম চলচ্চিত্র ‘গোলাপ’র পরিচালক সামছুল হুদা। তিনি জানান, রাজনৈতিক থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে।
এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। কয়েক দফায় এর শুটিং হয়েছে। সিনেমাটিতে পরীমণির নায়ক সাইমন সাদিক। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
এনএটি