ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই প্রফেসর মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, আগস্ট ১৯, ২০২৫
‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই প্রফেসর মারা গেছেন

‘থ্রি ইডিয়টস’খ্যাত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার আর নেই। সোমবার (১৮ আগস্ট) থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঠিক কী কারণে অভিনেতা অচ্যুতের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই বরেণ্য অভিনেতা। মঙ্গলবার (১৯ আগস্ট) থানেতে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়েটস’। এতে মেজাজি অধ্যাপকের চরিত্রে অভিনয় করেন অচ্যুত পোতদার।  

অভিনয়ে পা রাখার আগে অচ্যুত পোতদারের জীবন ছিল একেবারেই আলাদা। মধ্যপ্রদেশের রেওয়ার একটি কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। তারপর যোগ দেন ইন্ডিয়ান অয়েলে, সেখানে প্রায় ২৫ বছর উচ্চপদে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি চালিয়ে যাওয়ার পাশাপাশি মঞ্চে অভিনয় শুরু করেছিলেন তিনি। ৪৪ বছর বয়সে প্রথমবার বড় পর্দায় পা রাখেন এই অভিনেতা। সেখান থেকে রুপালি জগতে নিজের জায়গা গড়ে নেন।

চার দশকের বেশি সময়ের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অচ্যুত পোতদার ১২৫টির বেশি হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সিনেমা বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।

অচ্যুত পোতদার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘আক্রোশ’, ‘আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়’, ‘অর্ধসত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বন গয়া জেন্টেলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গিলা’, ‘বাস্তব’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং টু’, ‘ভেন্টিলেটর’ প্রভৃতি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।