ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের পরও নিজেকে অভিনয়ে যুক্ত রেখেছেন সাদিয়া জাহান প্রভা। শুধু পর্দাতেই নয়, সামাজিকমাধ্যমেও বেশ সরব।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে একটি ভিডিও বার্তায় প্রভা অভিযোগ করেন, একটি এজেন্সি অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। এসব ছবি তারা নিজেদের বিজ্ঞাপন প্রচারের কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রভা বলেন, ট্রাভেল ট্রাকারসের থেকে আমি কোনো সার্ভিস নিইনি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। ঘুরতে গেলে আমি নিজের টাকাতেই যাই। তারপরও তারা আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্র্যান্ডিং করছে। এটি একেবারেই অনৈতিক।
সতর্ক করে প্রভা বলেন, আমার অনুমতি ছাড়া কেন আপনারা আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এই অনুমতি আমি দেইনি। এটা ঠিক না। সাবধান হয়ে যান!
অভিযোগের বিষয়ে ট্রাভেল ট্রাকারসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি জানি না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া টিমের কাজ। তারা ভালো বলতে পারবে।
উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেছিলেন প্রভা। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে এই অভিনেত্রী স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন।
এনএটি