ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অভিনয়ে নেই দীর্ঘদিন, কীভাবে মাসে লাখ লাখ টাকা আয় হিনার?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, অক্টোবর ১৪, ২০২৫
অভিনয়ে নেই দীর্ঘদিন, কীভাবে মাসে লাখ লাখ টাকা আয় হিনার?

সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হিনা খান। শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, তিনি নিজের জীবন দিয়ে যে আশার আলো দেখিয়েছেন, তাতেই তার অনুরাগীদের সংখ্যা বেড়েছে কয়েক গুণ।

খুব অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা, বারেবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। কিন্তু তারপরেও, ঘুরে দাঁড়িয়েছেন হিনা। তিনি ফিরে এসেছেন জীবনের ছন্দে। ফের শুরু করেছেন কাজ।

হিনার ব্যক্তিগত জীবনেও এসেছে নতুন মোড়। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন তিনি। তবে আপাতত কোনও দীর্ঘমেয়াদি কাজের সঙ্গে যুক্ত নন হিনা। শরীরের কারণেই তিনি সিনেমা বা দীর্ঘমেয়াদি ধারাবাহিকের সঙ্গে যুক্ত হতে পারছেন না। কিন্তু তাহলে, কীভাবে উপার্জন করেন হিনা? 

জানা যায়, হিনার স্বামী রকি জয়সোয়াল একজন প্রযোজক। তবে হিনা খানের সম্পত্তির পরিমাণ, রকির থেকে অনেক বেশি! তাহলে হিনার উপার্জনের অর্থ কী?

জানা যায়, বর্তমানে হিনা খানের উপার্জনের মূল উৎসই হল সামাজিকমাধ্যম। অসমর্থিত সূত্র বলছে, হিনা খান ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করার জন্য ৭-৮ লাখ টাকার মধ্যে চার্জ করেন। যেখানে, ইউটিউবে প্রচারের জন্য তিনি ৯-১০ লাখ টাকা চার্জ করেন। রিপোর্ট অনুযায়ী, হিনা খান বিভিন্ন মাধ্যমে মাসে প্রায় ৩২ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন থাকেন।

‘ইয়ে রিস্তা কেয় ক্যাহেলাতা হ্যায়’-এর মাধ্যমে প্রথম ধারাবাহিকে নাম লিখিয়েছিলেন হিনা খান। সেই সময়ে তিনি কলেজে পড়তেন। এই ধারাবাহিকের পর কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। সেই বিরতি ভেঙে ‘বিগ বস’, ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘নাগিন’ এবং ‘কসৌটি জিন্দেগি কে ২’-এর মতো শোগুলোতে অংশ নিয়েছেন হিনা।

জানা যায়, হিনা ছোট পর্দার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। জানা যায়, হিনা একটি এপিসোডের জন্য ২ লাখ টাকা চার্জ করেন। এছাড়াও, যখন তিনি টিভি শো-এ কাজ করেন না, তখন স্টেজ শো, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মিউজিক অ্যালবাম এবং সামাজিকমাধ্যমে মোটা টাকা আয় করেন।

একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিনা খান বর্তমানে কোনও ধারাবাহিক বা সিনেমার সঙ্গে যুক্ত না থাকলেও বিভিন্ন ফ্যাশান শো-এ অংশ নেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিজ্ঞাপনও করেন।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।