দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ শাহেদ আলী। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করলেও বর্তমানে একাধারে তিনি কাজ করে চলেছেন নাটক, বিজ্ঞাপন ও সিনেমায়।
প্রথম দিকে সহকারী পরিচালক হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শাহেদের। অভিনয় শুরুর পর ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে আস্থা অর্জন করেছেন নির্মাতাদের।
এই শক্তিমান অভিনেতা সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে সামাজিকমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, ফেসবুক,টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোর মাঝে আমি কোনও তফাত করতে পারি না।
শাহেদ আলীর এই মন্তব্য নিয়ে পক্ষের থেকে বিপক্ষে মতামত জানাচ্ছেন বেশি। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের গায়ক লুৎফর হাসান বলেন, শতভাগ অমত প্রকাশ করছি বড় ভাই। আপনি যে অভিনয় করে পারিশ্রমিক নেন, সেই কনটেন্ট এই ফেসবুকে যায়, টিকটকে যায়, সেসব থেকেই আপনার প্রডিউসার তার লগ্নিকৃত টাকা তোলেন।
শাহেদ আলীর কথার সঙ্গে একমত নয় জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীনের দলনেতা ও গিটারিস্ট জিয়াউর রহমান। তার কথায়, সম্পূর্ণরূপে একমত নই। তিনটি ভিন্ন শব্দ আছে - ব্যবহার, অপব্যবহার, গালি- প্রথমেই দর্শকের উচিত কোনটি বিষয়বস্তু এবং কোনটি নয় তা নির্বাচন করা। সমস্যাটি দর্শকের রুচির মধ্যে। রুচির দুর্ভিক্ষর দায় ইউটিউব, ফেসবুকের ওপর চাপিয়ে লাভ নেই দোস্ত।
এদিকে শাহেদ আলীর কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন গায়ক জুয়েল মোর্শেদ। তিনি মন্তব্য করেন এমন- সম্পূর্ণ অসম্মত।
অন্যদিকে, কদিন আগে মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরো একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চনাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।
এনএটি