ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বের বাছাই শুরু আজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, অক্টোবর ১৪, ২০২৫
‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বের বাছাই শুরু আজ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র। এই প্রতিযোগীতার ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র, রামপুরা, ঢাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগি এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগির মধ্যে একাধিক প্রতিযোগির প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ের ফলাফল বিটিভির ওয়েবসাইটে (www.btv.gov.bd) পাওয়া যাবে।

বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থিদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। এছাড়াও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকে জানা যাবে।

চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, এক সময়ের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানটির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠানটি আবারও শুরু হয়েছে।  

মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিশুরু হয় ‘নতুন কুঁড়ি’। এরপর ২০০৬ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের সম্প্রচার চলে। এরপর আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০২০ সালে অনুষ্ঠানটি পুণরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।