ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

বাবা হারালেন অপূর্ব

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, এপ্রিল ১৫, ২০২২
বাবা হারালেন অপূর্ব বাবা ও ছেলের সঙ্গে অপূর্ব

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মোহাম্মদ ওমর ফারুক মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উত্তরায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা খায়রুল আলম টিপু।

এদিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন অপূর্ব নিজেই।  

সেখানে এই অভিনেতা লেখেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ’

অপূর্বর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।  

এদিকে জানা যায়, শুক্রবার আসরের নামাজের পর মোহাম্মদপুর ইকবাল রোড বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে অপূর্বর বাবার জানাযা নামাজ। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।