ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদের সিনেমায় একসঙ্গে বুবলী-তমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, এপ্রিল ১১, ২০২২
ঈদের সিনেমায় একসঙ্গে বুবলী-তমা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় বেশকিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মগুলোও সাজছে নতুন সিনেমায়।

ডিজিটাল প্ল্যাটফর্মে ঈদে চিত্রনায়িকা বুবলী হাজির হতে যাচ্ছেন ‘ফ্লোর নম্বর ৭’ নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে নবাগত অভিনেতা রাজ মানিয়াকে। রাজের এটি প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি পরিচিত মুখ। রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমাটিতে আরো অভিনয় করছেন চিত্রনায়িকা তমা মির্জাও।

‘ফ্লোর নম্বর ৭’র বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। সেই সঙ্গে সুমন আনোয়ারসহ আরও অনেককেই দেখা যাবে সিনেমাটিতে। বর্তমানে এর শুটিং চলছে।

চলতি বছরের জানুয়ারিতে চরকিতে মুক্তি পেয়েছিল রাফির সিনেমা ‘টান’। এর মাধ্যমে ওটিটিতে অভিষেক ঘটে বুবলীর। এবার এই একই নির্মাতার নতুন সিনেমায় দেখা যাবে ‘বীর’খ্যাত তারকাকে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।