ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

মা হলেন ভারতী সিং

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, এপ্রিল ৩, ২০২২
মা হলেন ভারতী সিং ভারতী সিং-হর্ষ লিম্বাচিয়া

পুত্র সন্তানের মা হলেন বলিউড এবং ভারতীয় টেলিভিশনের ‘কমেডি কুইন’খ্যাত ভারতী সিং। সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে এই খবর জানিয়েছেন ভারতীর স্বামী হর্ষ লিম্বাচিয়া।

ভারতী এবং হর্ষ একে অপরের দিকে মুগ্ধ, এমনই এক মিষ্টি ছবি পোস্ট করেন হর্ষ। সেখানে তিনি লেখেন, ছেলে হয়েছে।

এই সুখবর পোস্টের সঙ্গে সঙ্গে সামাজিকমাধ্যমে লাইক, কমেন্টের ঝড় বয়ে গেছে। নেহা কাক্কার থেকে মৌনি রায়সহ অনেকেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।  

২০২১ সালের শেষের দিকে জীবনের এই খুশির খবরটি সকলের সঙ্গে শেয়ার করেছিলেন হর্ষ এবং ভারতী। বাড়িতেই প্রেগন্যান্সি পরীক্ষা করিয়েছিলেন ভারতী। এরপরেই সুখবর পান তারা।

২০১৭ সালে ৩ ডিসেম্বর চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে বিয়ে হয় ভারতীর। তাদের সংসারে এটিই প্রথম সন্তান। এর আগে অন্তঃসত্ত্বা হয়েও ‘হুনার্বাজ: দেশ কি শান’ নামের রিয়েলিটি শো উপস্থাপনা করতে দেখা গেছে ভারতীকে।  

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।