কোরীয় অভিনেত্রী কং সিউ-হা মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।
কং সিউ-হায়ের মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার শোবিজ ইন্ডাস্টিতে শোকের ছায়া নেমে এসেছে। তার সহশিল্পী, নির্মাতাদের অনেকে সামাজিকমাধ্যমে শোক জানাচ্ছেন। এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ফিউনারেল হলের ৮ নম্বর কক্ষে একটি শোকস্তম্ভও স্থাপন করা হয়েছে।
জানা গেছে, কং সিউ-হায়ের শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হবে ১৬ জুলাই সকালে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার মরদেহ নিয়ে যাওয়া হবে গিয়ংনাম প্রদেশের হামান এলাকায়, যেখানেই তাকে সমাহিত করা হবে।
২০১২ সালে ব্রেভ গায়েজের ‘গেটিং ফারদার আওয়ে’ মিউজিক ভিডিওর মাধ্যমে শোবিজে অভিষেক ঘটে কং সিউ-হায়ের। এরপর ধীরে ধীরে পরিচিতি পান তিনি। এক যুগের ক্যারিয়ারে ‘স্কুলগার্ল ডিটেকটিভস’, ‘ফ্লাওয়ারস অব দ্য প্রিজন’ ও ‘হার্ট সার্জনস’র মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করেছেন তিনি।
মৃত্যুর আগে ‘মাংনায়েন’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন কং সিউ-হা। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এনএটি