ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

ভয়াবহ দুর্ঘটনার শিকার মালাইকা আরোরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, এপ্রিল ৩, ২০২২
ভয়াবহ দুর্ঘটনার শিকার মালাইকা আরোরা মালাইকা আরোরা

বলিউড তারকা মালাইকা আরোরা বড় ধরনের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনটি গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়েছেন তিনি।

শনিবার (রাতে) মুম্বাইয়ের খোপোলি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মালাইকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মুম্বাই-পুণে এক্সপ্রেস ওয়ে দিয়ে মুম্বাই ফেরার পথে মালাইকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি আঘাত পান। যে জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা।  

আহত অবস্থায় মালাইকাকে মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অভিনেত্রীর আঘাত খুব একটা গুরুতর নয়।  

মালাইকার বোন অমৃতা আরোরা জানিয়েছেন, মালাইকার সিটি স্ক্যানের রিপোর্ট ভালো। এই মুহূর্তে ভালোই আছেন তিনি।  

তবে শোনা যাচ্ছে অল্প সেলাই পড়েছে। রোববারই মালাইকাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ।

এর আগে শনিবার দুপুরে একটি ফ্যাশন শুটে হাজির হয়েছিলেন মালাইকা। সেই অনুষ্ঠান থেকে ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।