ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ে আহত প্রভাস, করতে হলো অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, মার্চ ২০, ২০২২
শুটিংয়ে আহত প্রভাস, করতে হলো অস্ত্রোপচার প্রভাস

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের সময়টা ভালো যাচ্ছে না। তার অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রাধে শ্যাম’ বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি।

এরমধ্যেই আরেক সিনেমার শুটিংয়ে আহত হয়ে অস্ত্রোপচার করতে হলো ‘বাহুবলী’খ্যাত এই তারকারকে।  

বর্তমানে স্পেনে প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত প্রভাস। সেখানে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেতা। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই অস্ত্রোপচার হয় তার।  

এ বিষয়ে আরও জানা যায়, অস্ত্রোপচারের পর প্রভাসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে কয়েকদিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।  

‘সালার’ সিনেমায় প্রভাসের বিপরীতে রয়েছেন শ্রুতি হাসান। এছাড়াও তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এরমধ্যে রয়েছে ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ এবং নাগ অশ্বিণের পরিচালনায় ‘প্রজেক্ট কে’।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।