ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

আবারো বিয়ের পিঁড়িতে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, মার্চ ১৪, ২০২২
আবারো বিয়ের পিঁড়িতে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা  কণিকা কাপুর

বিচ্ছেদের ১০ বছর পর দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। চলতি বছরের মে মাসে প্রবাসী ব্যবসায়ী গৌতমের সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘বেবি ডল’খ্যাত এই গায়িকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে লন্ডনে। যদিও কণিকা এখনও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

কণিকার প্রথম স্বামী ছিলেন রাজ চন্দক, তিনিও প্রবাসী ব্যবসায়ী। ১৯৯৮ সালে তার সঙ্গে বিয়ে হয় কণিকার। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। ২০১২ সালে রাজের সঙ্গে ডিভোর্স হয়ে যায় এই গায়িকার।  

এদিকে কণিকার হবু স্বামী গৌতম ও প্রথম স্বামী রাজ দুজনেই লন্ডনের বাসিন্দা। এক বছর ধরে গৌতমের সঙ্গে সম্পর্কে রয়েছেন গায়িকা।

বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা কণিকা কাপুর। ‘চিটিয়া কালাইয়া’ থেকে শুরু করে ‘ছিল গয়ে নয়না’ বেশকিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। এছাড়া তার কণ্ঠের ‘বেবি ডল’ গানটি ব্যাপক জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।