ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

বিনোদন

মৃত্যু কামনাকারীদের ধন্যবাদ জানালেন সৃজিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জানুয়ারি ১২, ২০২২
মৃত্যু কামনাকারীদের ধন্যবাদ জানালেন সৃজিত সৃজিতের সঙ্গে মিথিলা

বছরের প্রথমদিন কোভিড আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি।  এরপর তার আরোগ্য কামনা করেন ঘনিষ্ঠজনেরা, একই সঙ্গে কেউ কেউ মৃত্যুও কামনা করেন।

 

তবে ১২ দিন পর ভাইরাসটি থেকে মুক্তি পেয়েছেন ‘গুমনামি’খ্যাত এই পরিচালক। তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে যারা তার মৃত্যু কামনা করেছেন তাদেরও ধন্যবাদ দিয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) রিপোর্ট নেগেটিভ আসার পর ফেসবুকে সৃজিত লেখেন, ‘অবশেষে রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা আরোগ্য কামনা করেছেন, উদ্বিগ্ন হয়ে খোঁজ নিয়েছেন তাদের ধন্যবাদ। পাশাপাশি যারা মৃত্যু কামনা করেছে তাদেরও ধন্যবাদ। ’

এরপর ভারতীয় বাংলা সিনেমার এই নির্মাতার স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাও করোনা আক্রান্ত হন। একই সঙ্গে মিথিলার মেয়ে আইরার রিপোর্টও পজিটিভ আসে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।