ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

বিনোদন

সাইফকে ‘সিংহ’ সম্বোধন করে যা বললেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, আগস্ট ১৬, ২০২৫
সাইফকে ‘সিংহ’ সম্বোধন করে যা বললেন কারিনা

চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাসভবনে দুষ্কৃতীর হামলার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। জানা যায়, যথাসময়ে সাইফ সেখানে উপস্থিত না হলে দুই সন্তান জেহ-তৈমুরের বড় বিপদ হতে পারত।

তবে নিজের জীবন বাজি রেখে দুষ্কৃতীর ওপর ঝাপিয়ে পড়েছিলেন নবাব। তখনই ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।

সেই ঘটনার কয়েক মাস পার হলেও ‘অভিশপ্ত’ সেই রাতের কথা ভোলেনি পরিবার! আর সেই দিনের ঘটনার কারণেই সাইফকে ‘সিংহ’ বলে সম্বোধন করে জন্মদিনে শুভেচ্ছা জানালেন কারিনা কাপুর।

১৬ আগস্ট ৫৫ বছরে পা রাখলেন সাইফ আলি খান। এদিন স্বামীর জন্মদিনে আদুরে বার্তা দিয়েছেন কারিনা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সিংহের ছবি শেয়ার করে কারিনা লেখেন, ‘আমাদের পরিবারের সিংহ, তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা। আমার প্রিয় স্বামী। ’ সঙ্গে হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

শুভেচ্ছা বার্তায় হামলার রাতের কথা উল্লেখ করেননি কারিনা, তবে মাস খানেক আগে সাইফের প্রশংসা করে তিনি জানিয়েছিলেন, সন্তান-পরিচারিকাকে বাঁচানোর জন্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে দুষ্কৃতীর ওপর ঝাপিয়ে পড়েছিলেন সাইফ। অনুরাগীরাও সেসময়ে বলিউড নবাবকে অভিবাদন জানিয়ে ‘বাস্তব জীবনের হিরো’র আখ্যা দিয়েছিলেন।

২০১২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর। যদিও বিয়ের আগে নানা ঘাত-প্রতিঘাত পেরতে হয়েছিল দুই তারকাকে। পতৌদি পরিবারের নবাবের সঙ্গে হিন্দু কাপুর পরিবারের মেয়ের বিয়ে খবর শুনে যেমন হুমকির মুখে পড়েছিলেন সাইফ-কারিনা, তেমনই দুই পরিবারকেও খুনের হুমকি খেতে হয়েছিল।

বলিউড নবাব একবার নিজেই জানিয়েছিলেন সেই ঘটনার বর্ণনা করেছিলেন। যদিও এমন হুমকির বার্তায় বিচলিত হননি সাইফ। তার কারণ তাদের পরিবারে এমন ঘটনা আগেও ঘটেছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।