ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

বিনোদন

আমার ছবিতে পচা জুতা নিক্ষেপ করো: খায়রুল বাসার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, আগস্ট ১৬, ২০২৫
আমার ছবিতে পচা জুতা নিক্ষেপ করো: খায়রুল বাসার

খুব অল্প সময়েই দর্শকের মন জয় করে নিয়েছেন খায়রুল বাসার। দর্শকমহলে অভিনয় দিয়েই নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন।

জুলাই গণভুত্থ্যানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এই অভিনেতা । এছাড়া সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডেও ভক্তমহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

কিন্তু ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এক রোষানলে পড়েছেন এই অভিনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরও একটি গ্রুপ তাকে নিয়ে কটাক্ষ করেছেন। এই ঘটনায় বাসারসহ কয়েকজন তারকার বিরুদ্ধে ক্যাম্পাসে জুতা নিক্ষেপ কর্মসূচির ডাক দেন তারা।

খায়রুল বাসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই কয়েকটি প্রশ্ন ছুড়ে নিজের ক্যাম্পাসের অনুজদের উদ্দেশে অভিনেতা লেখেন, আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে? এই চোরের রাষ্ট্রে, এই বাটপারের রাষ্ট্রে আমি কোন আপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?

নিজের ক্যাম্পাসের অনুজদের প্রতি আহ্বান জানিয়ে তিনি লোখেন, ওকে, আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ, আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না!

তিনি আরও বলেন, তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক? ভালোবাসা এবং শুভকামনা তোমাদের জন্য তোমরা এদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং মানুষের হও এই কামনা।

এদিকে, ছোট পর্দায় অভিনয়ের বাইরে বড় পর্দাতেও কাজ করতে দেখা গেছে খায়রুল বাসারকে। বর্তমানে নাটকের পাশাপাশি অনুদানের ‘জীবন আমার বোন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেতা। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘বনলতা সেন’সহ তার অভিনীত দুটি সিনেমা।

এনএটি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।