ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

বিনোদন

শত কোটির ঘরে ‘ওয়ার টু’, যা বললেন নায়ক-নায়িকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, আগস্ট ১৬, ২০২৫
শত কোটির ঘরে ‘ওয়ার টু’, যা বললেন নায়ক-নায়িকারা

মুক্তির আগে থেকেই দর্শকমহলে উন্মাদনা ছিল অয়ন মুখোপাধ্যায়ের পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমাটি ঘিরে। আর মুক্তির পর থেকে সেই সিনেমাকে দর্শক কতটা ভালোবাসা দিয়েছেন তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

গেল ১৪ আগস্ট সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছে। মাত্র দুই দিনেই ‘ওয়ার টু’ পার করেছে ১০০ কোটির বাণিজ্য।

দুই সুপারস্টারকে একসঙ্গে পর্দায় দেখে খুশির জোয়ারে ভেসেছেন অনুরাগীরা। সিনেমাহলের ভেতরে সেলিব্রেশনে মেতেছেন দর্শক। এবার ১০০ কোটির সাফল্য পাওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানালেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদবানি।  

দর্শক ও অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে হৃতিক লেখেন, কবীরের দুনিয়ায় যুদ্ধ জিতে গেলেও এই ‘যুদ্ধ’ (ওয়ার) চলতে থাকুক। ২০১৯ সালে যে চরিত্রটার সুযোগ আমার জীবনে এসেছিল তা আমাকে একজন শিল্পী ও অভিনেতা হিসাবে আরও বেশি উদ্বুদ্ধ করেছে। তাই সিনেমাহলের ভিতরে আপনাদের কবীরকে নিয়ে এই মাতামাতি, আপনাদের দেওয়া ভালোবাসা আমাকে সত্যিই আপ্লুত করেছে। ‘কবীর’ আমার অভিনীত সব চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য।

দর্শককে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন জুনিয়র এনটিআরও। তিনি লেখেন, আপনাদের ভালোবাসা আমি প্রত্যক্ষ করছি। বিক্রম চরিত্রকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। যতটা ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন ততটাই ভালোবাসা আপনাদের জন্যও। আমরা অনেকটা পরিশ্রম দিয়ে এই সিনেমাটা তৈরি করেছিলাম। আপনাদের এতটা ভালোবাসা ও পাশে থাকা আমাদের মনে সাহস জুগিয়েছে।

এদিন দর্শককে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা কিয়ারা আদবানিরও। তিনি লেখেন, আপনাদের ভালোবাসা জে কতটা জোরাল তা দেখেছি ইতোমধ্যেই। দেখেছি আপনাদের আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস সবটাই। আর এগুলোই আমাদের পরিশ্রমকে সার্থক করেছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।