ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

বাঁধনের নতুন ক্লাসিক্যাল গান ‘রংমহল’

নিউজরুম এডিটর  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, নভেম্বর ১৫, ২০২০
বাঁধনের নতুন ক্লাসিক্যাল গান ‘রংমহল’ বাঁধন

প্রকাশ পেলো সাবরীনা রহমান বাঁধনের নতুন গান ‘রংমহল’। ক্লোজআপ ওয়ান’খ্যাত এই শিল্পীর এ গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।

গানের কথা ও সুর করেছেন বাঁধন নিজেই। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘রংমহল’র একটি গানচিত্র প্রকাশ পেয়েছে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এ বছরের মাঝামাঝি থেকে নিজের কথা ও সুরে মৌলিক কিছু গানের কাজ শুরু করেছি, যা আমার পরবর্তী অ্যালবামে থাকবে। ধারাবাহিকভাবে গানগুলো সিঙ্গেল হিসেবে প্রকাশ শুরু করেছি। রংমহল সেই ধারাবাহিকতায় তৃতীয় গান। ক্লাসিক্যাল ঢংয়ে গানটি গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করেছি কারণ এ ধরণের গান আমার প্রিয়। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে এই আয়োজন। ’

জয় শাহরিয়ার বলেন, ‘এই গানটি আমার ঘরানার একদম বাইরে। তাই কাজটি করে বেশ ভালো লেগেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের যন্ত্রানুসঙ্গের মিশেলে সংগীতায়োজন বেশ উপভোগ্য ছিলো আমার জন্য। আশা করছি, যারা শুনবেন তাদের কাছেও ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।