ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

পানির নিচে কাচের ঘরে কাটছে কাজলের মধুচন্দ্রিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, নভেম্বর ১৩, ২০২০
পানির নিচে কাচের ঘরে কাটছে কাজলের মধুচন্দ্রিমা

লাখো যুবকের হৃদয় ভেঙে ব্যবসায়ী গৌতম কিচলুকে সাড়ম্বরে বিয়ে করেছেন ‘মাগাধীরা’খ্যাত দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। বিয়ের পর মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে একের পর এক মনোমুগ্ধকর ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অভিনেত্রী।

 

মালদ্বীপে কাজল আগরওয়ালের হানিমুনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঝড় তুলেছে।

স্বামী গৌতম কিচলুর সঙ্গে বিলাসবহুল ওয়াটার রিসোর্ট থেকে ছবি শেয়ার করেন অভিনেত্রী।

স্বামীর সঙ্গে সমুদ্রের পানির নিচে কাচে ঘেরা ঘরে মাছেদের সঙ্গে লুকোচুরি।


তিনি নিজেও যেন মৎস্যকন্যা সেজেছেন


হানিমুনে একেবারে অন্যরকম রূপে দেখা গেল কাজলকে


গত সপ্তাহে ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাজল আগরওয়াল।  বিয়ের পর জাঁকজমক করে আয়োজন হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। কোভিড আবহে ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে ও সংবর্ধনা হলেও সেখানে জৌলুসের অভাব ছিল না।

বিবাহোত্তর সংবর্ধনার পর মালদ্বীপে পাড়ি দেন কাজল আগরওয়াল। মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে পাড়ি দেওয়ার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করেন কাজল।  
 

কাজল আগরওয়ালের মধুচন্দ্রিমার ছবি দেখে তার ভক্তরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন।  

বিয়ের পরপরই গৌতম কিচলু এবং কাজল কিচলুর নামে পাসপোর্টের ছবি প্রকাশ করেন অভিনেত্রী।  তারপরই বিদেশে উড়ে যান তারা।


বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।