ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

আজিজুল হাকিমের পরিবারে করোনার হানা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২০, নভেম্বর ১২, ২০২০
আজিজুল হাকিমের পরিবারে করোনার হানা পরিবারসহ করোনায় আক্রান্ত আজিজুল হাকিম

স্ত্রী ও পুত্রসহ করোনায় আক্রান্ত হয়েছেন ছোট পর্দার নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানিয়েছেন, আজিজুল হাকিম, তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ।

তিনি আরও জানান, রাজধানীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার (১০ নভেম্বর) তাদের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

আহসান হাবিব নাসিম বলেন, ‘তাদের শারীরিক কোনও জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা। ’ 

জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) অন্যান্য রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা তাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।