ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, নভেম্বর ১২, ২০২০
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালিতে সফল অস্ত্রোপচার সৌমিত্র চট্টোপাধ্যায়

নতুন করে শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বুধবার তাঁর শ্বাসনালিতে অস্ত্রোপচার (ট্র্যাকিয়োস্টমি) সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। চিকিৎসক অরিন্দম কর সংবাদমাধ্যমকে জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে সৌমিত্রের প্লাজমাথেরাপির চিন্তাভাবনা চলছে। যদি সব ঠিকঠাক থাকে বৃহস্পতিবারই এই থেরাপি করা হতে পারে।  

এরই সঙ্গে চিকিৎসক আরও জানিয়েছেন, সৌমিত্রের শরীরের অন্যান্য মাপকাঠিগুলো ঠিকই রয়েছে। তবে তিনি খুবই দুর্বল। তাঁর চিকিৎসায় কো-মর্বিডিটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে চিকিৎসকদের কাছে। আর সে কারণেই খুব সতর্ক ভাবে প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে।

গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার উত্থান-পতন লেগেই আছে। তবে বিপদ না কাটলেও আপাতত স্থিতিশীল রয়েছেন সত্যজিৎ রায়ের ‘অপু’।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।