ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

কেবিসি-১২: সিজনের প্রথম কোটিপতি হলেন নাজিয়া নাসিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, নভেম্বর ১২, ২০২০
কেবিসি-১২: সিজনের প্রথম কোটিপতি হলেন নাজিয়া নাসিম

মেগাস্টার অমিতাভ বচ্চন উপস্থাপিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোরপতি’ ১২তম সিজনে প্রথম কোটিপতি হয়েছেন দিল্লির নাজিয়া নাসিম। উচ্ছ্বসিত নাজিয়া নিজেকে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ বলেই অনুভব করছেন।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) অমিতাভ বচ্চনের শো’তে ৪০ হাজার রুপি জিতেছিলেন নাজিয়া। এরপর বুধবারে শ্বাসরুদ্ধকর উত্তেজনার মধ্যদিয়ে কারও কোনোপ্রকার সাহায্য ছাড়াই একে একে ১১টি কঠিন প্রশ্নের উত্তর দেন এই নারীবাদী।  

সবাইকে তাক লাগিয়ে এক কোটি রুপি জিতে নেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনের সাবেক শিক্ষার্থী। উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান খোদ ‘বিগ বি’ নিজেই।  

১ কোটি রুপি জয়ের পর জ্যাকপট প্রশ্নের সম্মুখীন হন নাজিয়া নাসিম। যার সঠিক উত্তর দিলে তিনি পেতেন ৭ কোটি রুপি। তবে সে প্রশ্নটির উত্তর দিতে আর সাহস করেননি তিনি। বরং ১ কোটিতেই সন্তুষ্ট রইলেন। তবে ব্যাংক অ্যাকাউন্টে শুধু ১ কোটি রুপিই নয়, দিওয়ালি উপহার হিসেবে চকোলেট হ্যাম্পার এবং নিজের ৯ বছরের ছেলেটির জন্য শিক্ষাবৃত্তিও পেয়েছেন নাজিয়া।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।