ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

সোহেল মেহেদীর নতুন গান ‘বাতিঘর’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, অক্টোবর ১৪, ২০২০
সোহেল মেহেদীর নতুন গান ‘বাতিঘর’ সোহেল মেহেদী

গান প্রকাশের ধারাবাহিকতায় সংগীতশিল্পী সোহেল মেহেদীর কণ্ঠে এবার প্রকাশ পেলো ‘বাতিঘর’ শিরোনামে নতুন গান।

প্রসেনজিৎ ওঝার কথায় ও অভি আকাশের সুরে ‘বাতিঘর’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের জন্য গানটির ভিডিও নির্মাণ করেছেন ‘রাজা বশির’।  

এই গান প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, ‘এই গানের মাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী প্রয়াত বশির আহমেদের দুই সন্তান- হুমাইরা বশির আপা ও রাজা বশির ভাইয়ের মতো দু’জন অসাধারণ মানুষের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। সবমিলিয়ে গানটিও ভালো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমার হাতে আরও কয়েকটি গানের কাজ রয়েছে। তার মধ্যে আমার আর দিঠি আনোয়ারের দ্বৈতগান অন্যতম। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।