ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, সেপ্টেম্বর ৩০, ২০২০
করোনায় আক্রান্ত সোহম চক্রবর্তী সোহম

কলকাতা: করোনায় আক্রান্ত হলেন ভারতীয় বাংলা সিনেমার নায়ক সোহম চক্রবর্তী। জানা গেছে, তাঁর শরীরে করোনার সব উপসর্গই রয়েছে।

যে কারনে মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) রাতেই সোহমকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।

গত কয়েকদিনে সংক্রমণের সব ধরনের উপসর্গই বাসা বাঁধে অভিনেতার শরীরে। তার পরই করোনা পরীক্ষা করেন সোহম।

হাসপাতাল থেকে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

অভিনেতার পাশাপাশি তিনি যুব তৃণমূল কংগ্রেসের কর্মকর্তা। করোনা আবহেও গত কয়েক সপ্তাহ ধরে যুব তৃণমূলের হয়ে পশ্চিমবঙ্গের নানা জেলায় গিয়ে সংগঠনের কাজ করেছেন সোহম। সেখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
ভিএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।